Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

কোর্সের লক্ষ্য :

জাতীয় কৃষি ভিত্তিক গ্রাম বাংলার বেকার যুব/যুবমহিলাদেরকে আত্নকর্মসংস্থান সৃষ্টি করাই যুব প্রশিক্ষণ কেন্দ্রের মূল লক্ষ্য।

কোর্সের উদ্দেশ্য:

ক)“গবাদীপশু পালন, পোল্ট্রি পালন, গবাদীপশু ও  হাঁস-মুরগীর প্রাথমিক চিকিত্সা, মত্স্য চাষ ও কৃষি” বিষয়ে বেকারযুব/

   যুবমহিলাদেরকে দক্ষতা অর্জনে সক্ষম করে গড়ে তোলা।

খ) প্রশিক্ষতি যুব/যুবমহিলাগণ সংশ্লিষ্ট ট্রেডে সফলভাবে ব্যবসা/খামার পরিচালনার ক্ষেত্রে সক্ষম করে গড়ে তোলা।

গ) বিশ্বায়নের দেশ ও বিদেশের শ্রমবাজারের উপযোগী কারিগরী দক্ষতায় প্রশিক্ষিত যুবগণকে দক্ষ মানব সম্পদে পরিনত করা।

ঘ) যুবদের জ্ঞান, দক্ষতা এর উৎকর্ষতা সাধন এবং দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনা।

ঙ) যুবদেরকে স্ব-কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলা।

চ) দেশের কৃষি-ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে যুব সম্প্রদায়ের ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা।

কোর্সের সার্বিক তথ্যঃ

০১) কোর্সের শিরোনাম           : “গবাদীপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিত্সা, মত্স্য চাষ ও কৃষি” বিষয়ক প্রশিক্ষণ কোর্স।

০২) মেয়াদ                     : ২ মাস ১৫ দিন

০৩) অংশগ্রহন                 : ১৮-৩৫ বত্সরের বেকার যুবক ও যুব মহিলা।

০৪) আসন সংখ্যা               : প্রতিকেন্দ্রে প্রতিব্যাচে ৬০ জন।

০৫) প্রশিক্ষণের ধরন            : আবাসিক প্রশিক্ষণ।

০৬) শিক্ষাগত যোগ্যতা          : ন্যূনতম অষ্টম শ্রেনী পাশ।

০৭) ভর্তি ফি                  : ১০০/- (একশত) টাকা (অফেরতযোগ্য)।

০৮) জামানত (ফেরতযোগ্য)    : ১০০/- (একশত) টাকা (ফেরতযোগ্য)।

০৯) প্রশিক্ষণ ভাতা             : সরকারি বিধি মোতাবেক (বর্তমানে মাথা পিছু মাসিক ভাতা ১২০০/=)।

১০) সহায়ক/প্রশিক্ষক          : যুব উন্নয়ন অধিদপ্তরাধীন যুব প্রশিক্ষণ কেন্দ্রের নিজস্ব প্রশিক্ষক ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞঅতিথি বক্তা।

১১) প্রশিক্ষণ পদ্ধতি  ও কৌশল  : বক্তৃতা, প্রশ্নোত্তর, ব্রেন স্টমারিং, দলীয় আলোচনা, কেস স্টাডি, প্রর্দশণী,   অনুশীলন ইত্যাদি।

১২) মূল্যায়ন ও গ্রেডিং          : ২টি সাময়িকী এবং একটি চুড়ান্ত পরীক্ষার ফলাফল এবং অন্যান্য কার্যক্রমের  উপর মূল্যায়ন শেষে

                                 সনদপত্র (গ্রেডিং পদ্ধতিতে) প্রদান।